পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার ফিক্সিংয়ের অফার পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
ওটিটি সার্ভিস অ্যামাজন প্রাইমের ডকুমেন্টারি ‘শেন’ এ পুরোনো এ তথ্যটি সামনে এনেছেন ওয়ার্ন।
১৯৯৪ সালে পাকিস্তান সফরে করাচি টেস্টে খারাপ বল করার জন্য ওয়ার্নকে ২ লাখ ৭৬ হাজার অস্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব দিয়েছিলেন সেলিম মালিক। পাকিস্তানের টেস্ট জয়ের জন্য ওয়ার্নকে ওই প্রস্তাব দেন মালিক।ওই বছর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যায় অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ছিল করাচিতে। টেস্ট জিততে ৩১৪ রানের টার্গেট পায় পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৫৫ রান করে পাকিস্তান। জিততে শেষ দিনে ১৫৯ রান দরকার ছিল পাকিস্তানের। আর অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৭ উইকেট দরকার ছিল।চতুর্থ দিন শেষে ওয়ার্ন ও আরেক অজি স্পিনার টিম মেকে ঘুষ দিতে চেয়েছিলেন মালিক। অর্থের বিনিময়ে ম্যাচে খারাপ বল করার প্রস্তাব দেন তিনি।ওয়ার্ন বলেন, ‘মালিক বলে, ‘‘ভালো খেলা হচ্ছে।'' আমি বলেছিলাম, ‘‘কাল মনে হচ্ছে আমরাই জিতব।'' সেই সময় সে বলে, ‘‘আমরা হারতে পারব না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেয়া হবে।'"ওয়ার্ন আরও বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না কী বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তারপর বলেছিলাম কাল তোমাদের হারাবই।’ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন মালিক।ওয়ার্ন বলেন, ‘৩০ বছর আগে এটা নিয়ে কোনো কথা হয়নি। কখনও এটা সামনে আসেনি। মালিক যখন আমাকে প্রস্তাব দেয়, আমি চমকে গিয়েছিলাম। ওই ব্যাপারে কিছু জানতাম না ।’শেষ পর্যন্ত টেস্ট ১ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ইনজামাম উল হক ৫৮ ও শেষ ব্যাটার মুশতাক আহমেদ ২০ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ৫৭ রান যোগ করেন ইনজি ও মুশতাক।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কী হয়েছিল, সেটিও জানান ওয়ার্ন। তিনি বলেন, ‘‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলাম আমি। মালিক বসে ছিল সেখানেই। তার মুখ যেন বলতে চাইছে ‘তুমি টাকাটা নিতে পারতে।’’’
মালিকের প্রস্তাব অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক মার্ক টেলর ও কোচ বব সিম্পসনকে জানান বলে দাবি ওয়ার্নের।