বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাচ ও রান আউট মিসে এক বলে সাত

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ১৩:০৪

এক বলে ৭ রান দেয়ার ঘটনারও সাক্ষী হয়ে থাকল নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন। উইকেটকিপার নুরুল হাসান সোহান বল হাতে ফেরত পেয়ে বোলারের প্রান্তে থ্রো করেন ইয়ংকে রানআউটের চেষ্টায়। কিন্তু সেই থ্রো স্টাম্পে লাগেনি। উল্টো লং অন দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে।

হ্যাগলি ওভালের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। লেইথাম-কনওয়ের ব্যাটিং তোপের সামনে দিনের শুরু থেকে দাঁড়াতেই ব্যর্থ ছিল বোলিং আক্রমণ।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ক্রিকেট দেবতা যেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন বাংলাদেশের থেকে। বোলারদের ব্যর্থতার পাশাপাশি এদিন ব্যর্থতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ফিল্ডাররাও।

এক বলে ৭ রান দেয়ার ঘটনারও সাক্ষী হয়ে থাকল নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন।

ম্যাচের ২৬তম ওভারের ঘটনা। এবাদত হোসেনের ওভারের শেষ বলটায় দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন ব্ল্যাক ক্যাপস ওপেনার উইল ইয়ং। সেই ক্যাচ হাত ফসকে বেরিয়ে যায় লিটন দাসের।

লিটন হাতছাড়া হওয়ার পর সোজা ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারিতে ছুটে যায় বল। সেখান থেকে তাসকিন আহমেদ বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে তিনবার প্রান্ত বদল করেন ইয়ং ও লাথাম।

সেখানে ঘটনা শেষ হয়নি। উইকেটকিপার নুরুল হাসান সোহান বল হাতে ফেরত পেয়ে বোলারের প্রান্তে থ্রো করেন ইয়ংকে রানআউটের চেষ্টায়। কিন্তু সেই থ্রো স্টাম্পে লাগেনি। উল্টো লং অন দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে।

বোলার এবাদত বাউন্ডারি পর্যন্ত বলের পিছু নেন। তাতে লাভ হয়নি। এরই সুবাদে তিন রানের সঙ্গে আরও চার রান উপহার হিসেবে পান স্বাগতিক ব্যাটাররা। ২৬ থেকে এক লাফে ইয়ংয়ের রান হয়ে যায় ৩৩।

এ বিভাগের আরো খবর