সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই রানপাহাড়ে চড়ে বসেছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। ১৮৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক টম লেইথাম। তাকে সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকা ডেভন কনওয়ে।
হ্যাগলি ওভালে টসে জিতে বল করতে নেমে শুরু থেকেই লেইথাম ও ইয়ংয়ের ব্যাটিং তোপের মুখে পড়েন এবাদত-শরিফুলরা।
মাউন্ট মঙ্গানুইয়ে খেই হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের ওপেনাররা দ্বিতীয় টেস্টের শুরু থেকে এক প্রকার টেস্ট মেজাজ ভুলে শুরু করেন ব্যাটিং তাণ্ডব। কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে দুই সেশন পার করে দেয় তারা।
স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে আসে ১৪৮ রান।
থিতু হয়ে বসা সেই জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন শরিফুল। ৫৪ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি।
সঙ্গীর বিদায়টা বিন্দুমাত্র প্রভাব ফেলেনি লেইথামের ব্যাটিংয়ে। দুইবার এলবিডব্লিউ আউট হয়ে রিভিউর মাধ্যমে জীবন ফিরে পেয়ে মারকুটে ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি।
কিউই অধিনায়ক ১৩৩ বলে ১৭ বাউন্ডারির মাধ্যমে স্পর্শ করেন তিন অঙ্কের রান। এরপর কনওয়েকে সঙ্গে করে আবার শুরু করেন ব্যাটিং তাণ্ডব।
৬৪তম ওভারের শেষ বলে এবাদতকে চার মেরে দেড় শ রান পার লেইথাম। সেই সঙ্গে দলীয় সংগ্রহ পেরোয় ২৫০ ও শতরানের জুটি হয় কনওয়ের সঙ্গে।
৮৩ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন কনওয়েও। এই দুজনের ১৫০ রানের জুটিতে ভর করে দলীয় সংগ্রহ ৩০০ পার করে নিউজিল্যান্ড।
দিনের শেষ পর্যন্ত উইকেট পতন হয়নি নিউজিল্যান্ডের। এক উইকেট হারিয়েই ৩৪৯ রানের পুঁজি নিয়ে প্রথম দিনের খেলা শেষ হয় তাদের।