বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলকে নিজেদের মতো পারফর্ম করার পরামর্শ মাশরাফির

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১৫:৩৮

মাশরাফি বলেন, ‘বাংলাদেশে বসে কী পরিকল্পনা হবে বলাই ঠিক না। এ নিয়ে আলোচনা হওয়া ঠিক না। ওরা এত বড় রেজাল্ট আনছে, ওরা জানে ওদের কী করা উচিত। এখান থেকে কথা বলে লাভ নাই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের পর টাইগারদের লক্ষ্য এখন নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করার।

কেমন হতে পারে টাইগারদের সিরিজ জয়ের ম্যাচের রণপরিকল্পনা? এই বিষয়ে সবার রয়েছে আলাদা এক জিগীষা। আর এই রণপরিকল্পনার বিষয়ে ধারনা চাওয়া হয় সাবেক ক্রিকেটার ও তারকা ক্রিকেটারদের কাছ থেকে।

তবে জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তোজা মনে করেন, কারো পরামর্শ শুনে নয়, ক্রিকেটারদের নিজেদের মতোই পারফরম্যান্স দেখানো উচিত।

মাশরাফি বলেন, ‘বাংলাদেশে বসে কী পরিকল্পনা হবে বলাই ঠিক না। এ নিয়ে আলোচনা হওয়া ঠিক না। ওরা এত বড় রেজাল্ট আনছে, ওরা জানে ওদের কী করা উচিত। এখান থেকে কথা বলে লাভ নাই।’

ফলাফল বাংলাদেশের পক্ষে আসুক বা নাই আসুক, মাশরাফির বিশ্বাস ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলবেন ম্যাচে। বেরিয়ে আসবে ভালো কিছু।

মাশরাফি বলেন, ‘এত এক্সপেকটেশন ঠিক না। আমি নিশ্চিত ওরা ওদের সেরাটা দেবে। আর ভাগ্যটা যদি সহায় থাকে, তাহলে ভালো কিছু হবে। শুধু শুধু এখান থেকে আনএক্সপেক্টেড কথা বলে লাভ নাই।’

এ বিভাগের আরো খবর