মাইন্ট মঙ্গাইনুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ে ফুরফুরে বাংলাদেশ শিবির। এই ধারা ধরে রাখতে চায় ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও। নতুন ভেন্যু, নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে টাইগাররা।
শুক্রবার মাঠে অনুশীলনে নামার কথা থাকলেও বৃষ্টি বাঁধায় তা পণ্ড হয়। তবে তাতে থেমে থাকেনি মুমিনুল হকদের প্রস্তুতি। মাঠে না নামতে পারলেও জিম করে নিজেদের সতেজ রেখেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর শনিবার নেমেছেন মাঠের অনুশীলনে।
নতুন ভেন্যুর নতুন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ খাটতে হচ্ছে খেলোয়াড়দের। ঠান্ডার মাত্রা কিছুটা বেশি থাকায় খানিকটা বেগ পেতে হচ্ছে তাদের। তারপরও সব বিপত্তি কাটিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটিও জয়ের জন্য বদ্ধপরিকর ডমিঙ্গোর শিষ্যরা।
ম্যাচের আগের দিন অনুশীলনের পর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের পেইসার তাসকিন আহমেদ।
তাসকিন বলেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যত টুকু পেরেছি এডজাস্ট করেছি। আমরা আশাবাদী।’
প্রথম টেস্ট জয়ের মানসিকতা ধরে রাখতে দলের সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানালেন এই পেইসার।
তাসকিন বলেন, ‘কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। ওভার অল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
রোববার ভোর ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।