বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সার অ্যাকাডেমির কোচ পেলেন জামাল-তারিকরা

  •    
  • ৭ জানুয়ারি, ২০২২ ১৭:২১

বর্তমানে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নর্থ ভার্জিনিয়ার বার্সা অ্যাকাডেমির কোচ ছিলেন কাবরেরা।

জল্পনা-কল্পনা শেষে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবল অ্যাকাডেমির কোচের দায়িত্ব পালন করা হাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা উইয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত এ স্প্যানিশ কোচের। আসন্ন এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্ব নেবেন কাবরেরা।

শুক্রবার বিকেলে এসব জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বর্তমানে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নর্থ ভার্জিনিয়ার বার্সা অ্যাকাডেমির কোচ ছিলেন কাবরেরা।

আছে এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা। ৩৭ বছরের কাবরেরা ২০১৩-১৫ মৌসুমে স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও সহকারী কোচ ছিলেন।

কদিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ নিয়োগে প্রাধান্য দেয়া হচ্ছে এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে। পাঁচ কোচের সিভি নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছিলেন সোহাগ।

গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের কোচ জেমি ডেকে ওএসডি করা হয়। পরে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ও পর্তুগিজ কোচ মারিও লেমস খণ্ডকালীন দায়িত্ব পালন করেন।

জেমি ডের স্থলাভিষিক্ত হচ্ছেন কাবরেরা। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক আছে। বৈঠক শেষে কোচসহ আসন্ন ফিফা উইন্ডো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে কমিটি।

এ বিভাগের আরো খবর