বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় স্থগিত লিভারপুল-আর্সেনাল ম্যাচ

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ২০:০৮

আনফিল্ডে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়। ইতিমধ্যে লিভারপুল তাদের ট্রেনিং সেন্টার সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে। দলের সহকারী ম্যানেজার পেপ লিন্ডার্স করোনায় আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

কোভিড ইস্যুতে এবার কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি বৃহস্পতিবার ইংল্যান্ডের আনফিল্ডে হওয়ার কথা ছিল।

এক বিবৃতির মাধ্যমে বুধবার টুর্নামেন্ট কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আনফিল্ডে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়।

ইতিমধ্যে লিভারপুল তাদের ট্রেনিং সেন্টার সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। দলের সহকারী ম্যানেজার পেপ লিন্ডার্স করোনায় আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার লিভারপুলের অনুরোধের এক দিন পর ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ লিগ কমিটি।

কোভিড ইস্যুতে বুধবার সকালে লিভারপুল এক সিদ্ধান্তে জানিয়েছে, ৪৮ ঘণ্টার জন্য ট্রেনিং বন্ধ থাকবে দলটির।

সেমির ম্যাচের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি আনফিল্ডে হবে সেমির প্রথম লেগ। দ্বিতীয় লেগটি হবে ২০ জানুয়ারিতে এমিরেটস স্টেডিয়ামে।

এ বিভাগের আরো খবর