নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এতে ৮৮ বলে ৪৭ রান করেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আর তাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। তৃতীয় বাংলাদেশি ও বিশ্বের ১৬তম ক্রিকেটার হিসেবে এই অলরাউন্ডার এখন টেস্ট ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটের মালিক।
অনন্য এই মাইলফলক থেকে ৪৩ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন মিরাজ। ১৭০তম ওভারের ট্রেন্ট বোল্টের তৃতীয় বলটি ব্যাকফুটে গিয়ে ফাইন লেগে ঠেলে দিয়ে একবার প্রান্ত বদল করেন মিরাজ। আর সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন ডাবলের ক্লাবে।
রেকর্ডের পর মিরাজকে বেশি দূর যেতে দেননি টিম সাউদি। টম ব্লান্ডেলের তালুবন্দি করে ৪৭ রানে থামিয়ে দেন তাকে।
এর আগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান। অবসরে যাওয়ার আগ পর্যন্ত টেস্ট ক্রিকেটে রফিক করেছিলেন ১ হাজার ৫৯ রান। বল হাতে নিয়েছিলেন ১০০ উইকেট।
আর দেশসেরা অলরাউন্ডার সাকিবের বর্তমানে টেস্ট রান ৪ হাজার ২৯। এখন পর্যন্ত উইকেট শিকার করেছেন ২১৫টি।