বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডট বলের চিন্তা মাথায় ছিল না টাইগারদের

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ১৪:৩৭

দেড় দিন ব্যাট করে টাইগার ব্যাটাররা খেলেছেন ৯৩৬ বল। এই ৯৩৬ বল খেলে লিটন-মুমিনুলরা করেছেন ৪০১ রান। ডট বল খেলা নিয়ে চিন্তায় ছিলেন না ব্যাটাররা- এমনটা জানান জয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের করা ৩২৮ রান টপকে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের পুঁজি নিয়ে দিন শেষে করেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বল-বাই-বল খেলার পরিকল্পনায় বদলে গেছে পুরো বাংলাদেশ দলের চেহারা। একই সঙ্গে ছিল জুটি গড়ার পরিকল্পনা।

দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় মাহমুদুল হাসান জয় জানালেন ড্রেসিংরুমের পরিকল্পনা মাঠে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে দল।

তিনি বলেন, ‘ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল যে নতুন বল কীভাবে পুরোনো করা যায়। যদি বেশি দূর চিন্তা করি, তাহলে হয়তো সফল নাও হতে পারি। বল-বাই-বল খেললে ওটায় সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।’

দেড় দিন ব্যাট করে টাইগার ব্যাটাররা খেলেছেন ৯৩৬ বল। এই ৯৩৬ বল খেলে লিটন-মুমিনুলরা করেছেন ৪০১ রান। ডট বল খেলা নিয়ে চিন্তায় ছিলেন না ব্যাটাররা- এমনটা জানান জয়।

বলেন, ‘যখন আমি শটস খেলার জন্য আক্রমণাত্মক হয়েছি, তখন শান্ত ভাই আমাকে নিয়ন্ত্রণে থাকতে বলেছেন। তারপর মুমিনুল ভাইয়ের সঙ্গেও যখন জুটি গড়েছি, উনিও একই কথা বলেছেন। বেশি ডট বল যখন হচ্ছিল, তখন চিন্তা না করে চালিয়ে যেতে।’

তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। ১১ রানে উইকেটে রয়েছেন ইয়াসির আলি। ২০ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন মিরাজ।

এ বিভাগের আরো খবর