নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হকের দেখানো পথে অর্ধশতকের দেখা পেলেন লিটন দাসও। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ।
কিউইদের ৩২৮ রানের জবাবে দাপুটে ব্যাটিংয়ে টাইগারদের সংগ্রহ এরই মধ্যে ৩০০ রান ছাড়িয়েছে। পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল-লিটন। তারা যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে ব্যবধান ঘুচিয়ে বাংলাদেশের লিড নিতে খুব বেশি দেরি নেই।
২ উইকেটে ১৭৫ রান নিয়ে সোমবার ব্যাটিংয়ে নেমে দিনের ১৭তম ওভারেই ২০০ রানের গন্ডি পার হয় অতিথি দল। তবে আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা জয় বেশি দূর এগুতে পারেননি। ব্যক্তিগত স্কোরে আর ৮ রান জমা পড়তেই নেইল ওয়াগনারের বলে হ্যানরি নিকোলসের হাতে ধরা পড়েন তিনি।
উইকেটে মাটি কামড়ে পড়ে আছেন অধিনায়ক মুমিনুল। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারে ১৫তম অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি।
পাঁচ নম্বরে নেমে মমিনুলকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৫৩ বল খেলে ব্যক্তিগত ১২ রান নিয়েই ফিরতে হয়েছে তাকে। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩।
পঞ্চম উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল ও লিটন। দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। ১৫তম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেয়ার চেষ্টায় আছেন মুমিনুল। এরই মধ্যে তার সংগ্রহ ৬০ পেরিয়ে গেছে।
ধৈর্য ধরে ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন লিটন। ৯৭ বলে চারটি বাউন্ডারির মারে ক্যারিয়ারে ১১তম অর্ধশতকের দেখা পেলেন তিনি। আর ১১৯ ওভার শেষে মুমিনুল-লিটন জুটির সংগ্রহ দাঁড়িয়েছে ১৩২ রান।
এর আগে রোববার টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩২৮ রানে গুড়িয়ে যায় কিউিইরা। জবাবে ২ উইকেটে ১৭৫ রানে দিন শেষ করে বাংলাদেশ।