অর্ধশতক পূরণ করার পর মারমুখী হচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্রুত রান তুলছিলেন। এর মধ্যে নেইল ওয়াগনারের বলে খেই হারালেন তিনি। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে ফিরলেন সাজঘরে।
তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭ ওভারে ২ উইকেটে ১৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে পায় দারুণ শুরু।
দলীয় ৪৩ রানে শাদমানের ফেরার পর উইকেট কামড়ে ধরে কিউইদের দাঁতভাঙা জবাব দিতে থাকেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।
৯০ বল খেলে অর্ধশতক পূর্ণ করেন শান্ত; ছক্কা মেরে তিনি অর্ধশতক পার করেন।
এর কিছুক্ষণ পর অর্ধশতক পূর্ণ করেন মাহমুদুল হাসান জয়। তিনি অর্ধশতক পূর্ণ করেন ১৬৫ বল খেলে। দুজনে মিলে গড়েন শতরানের জুটি।
হাফ সেঞ্চুরির কোটা পূর্ণ করে শান্ত ব্যাট ছুটেন সেঞ্চুরির দিকে, কিন্তু শর্টে ক্যাচ ধরে তার ব্যাট থাকিয়ে দেন ওয়াগনার। আর তাতেই ভাঙে শান্ত-জয়ের ১০৪ রানের জুটি।
এর আগে ২৫৮ রানে দ্বিতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায় ৩২৮ রানে।
প্রথম দিন পেইসাররা দাপটে থাকলেও দ্বিতীয় দিন দাপটে ছিলেন মেহেদী হাসান মিরাজ। বাকি ৫ উইকেটের তিনটিই বাগিয়ে নিয়েছিলেন এই টাইগার স্পিনার।
দিনের শুরুতেই হেনরি নিকোলস তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু উইকেটের অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল না থামায় স্কোর বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি।
নিকোলসকে ৭৫ রানে বিদায়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের যবানিকাপাত টানেন অধিনায়ক মুমিনুল হক। ইনিংসে এটি তার দ্বিতীয় উইকেট।