নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়ে দিয়ে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এক উইকেট হারিয়েই শত রানের গণ্ডি পেরিয়ে গেছে টাইগাররা।
দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এগিয়ে নিচ্ছেন দলীয় স্কোর। ৪৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৫ রান। জয়ের সংগ্রহ ৪৬, আর শান্ত ব্যাটিং করছেন ৪৩ রানে।
এর আগে ২৫৮ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে কিউইরা। দলীয় স্কোর বোর্ডে আর ৭০ রান যোগ হতেই থেমে যায় দলটির রানের চাকা।
৭ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট তুলে নেন পেইসার শরীফুল ইসলাম। এতে তার ঝুলিতে প্রথম ইনিংসে যোগ হয় তিন উইকেট।
পরে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেন মেহেদী হাসান মিরাজ। স্কোর বোর্ডে ৬ রান যোগ করার পর কেইলি জেমিসন ও টিম সাউদিকে ফেরান তিনি। এতে নিউজিল্যান্ডের স্কোর বড় করার স্বপ্ন অনেকটাই থেমে যায়।
পরে আরও একটি উইকেট নেন মিরাজ। তিনি ৩২ ওভার বল করে ৮৬ রান দেন। তবে ২৬ ওভার বল করলেও কোনো উইকেটের দেখা পাননি পেইসার তাসকিন আহমেদ।
অন্যদিকে প্রথম দিনে একটি উইকেট নেন এবাদত হোসেন। আর প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।