বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরাজ-নৈপুণ্যে ৩২৮ রানে অলআউট নিউজিল্যান্ড

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ০৮:৩৯

স্কোরবোর্ডে দ্বিতীয় দিনে ৭ রান যোগ করতেই উইকেট তুলে নেন পেইসার শরীফুল ইসলাম। তার ঝুলিতে যোগ হয় তিন উইকেট।

প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি ছিল নিউজিল্যান্ডের পাঁচ উইকেট। ২৫৮ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে কিউইরা ৩২৮ রানে গুটিয়ে যায়। স্কোরবোর্ডে এদিন তারা যোগ করেন ৭০ রান। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ।

স্কোরবোর্ডে দ্বিতীয় দিনে ৭ রান যোগ করতেই প্রথম উইকেট তুলে নেন পেইসার শরীফুল ইসলাম। এতে তার ঝুলিতে প্রথম ইনিংসে যোগ হয় তিন উইকেট।

পরে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেন মেহেদী হাসান মিরাজ। স্কোরবোর্ডে ৬ রান যোগ করার পর কেইলি জেমিসন ও টিম সাউদিকে ফেরান তিনি। এতেই নিউজিল্যান্ডের স্কোর বড় করার স্বপ্ন অনেকটাই থেমে যায়।

পরে আরও একটি উইকেট নেন মিরাজ। তিনি ৩২ ওভার বল করে ৮৬ রান দেন। তবে ২৬ ওভার বল করলেও কোনো উইকেটের দেখা পাননি পেসার তাসকিন আহমেদ।

অন্যদিকে প্রথম দিনে একটি উইকেট নেন এবাদত হোসেন। আর প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

কিউইরা প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে গেলে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই খেলছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো শুরু করলেও ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

৫৫ বল খেলে ২২ রানে ওয়াঙ্গেরের বলে আউট হয়ে ফিরে যান সাদমান। এরপর ক্রিজে আসেন নামজুল হাসান শান্ত। অনেকটা আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে জয়-শান্ত শেষ করেন দিনের দ্বিতীয় সেশনের খেলা।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের চা-বিরতিতে যাওয়ার সময় ৩১ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬৯ রান।

এ বিভাগের আরো খবর