বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের অষ্টম যুব এশিয়া কাপ শিরোপা

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ১৯:১২

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি/এল মেথডে ভারতের সামনে টার্গেট ছিল ৫০ ওভারে ৯৯ রানের। ৬৩ বল ও ৯ উইকেট অক্ষত রেখে শ্রীলঙ্কাকে হারায় ভারত।

যুব এশিয়া কাপে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ওয়ানডে ক্রিকেটের দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি/এল মেথডে ভারতের সামনে টার্গেট ছিল ৫০ ওভারে ৯৯ রানের। ৬৩ বল ও ৯ উইকেট অক্ষত রেখে শ্রীলঙ্কাকে হারায় ভারত।

দুবাইয়ের ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আসা দলটি এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি।

৫৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। লঙ্কান ইনিংসের ৩৩তম ওভারে বৃষ্টি শুরু হলে তাদের ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩৮ ওভারে।

ইয়াসুরো রডরিগো টেইল এন্ডে ১৯ রান করে দলকে ১০০ রান পার করান। রাভিন সিলভা করেন ১৫। ৯ উইকেটে ১০৬ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

ভারতের হয়ে ভিকি ওস্তওয়াল ১১ রানে ৩ উইকেট নেন।

ডি/এল মেথডে ৫০ ওভারে ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার হারনুর সিংকে হারায় ভারত।

এরপর আংক্রিস রাঘুভানসি ও শাইক রাশিদের ব্যাটে বাকিটা পথ অনায়াসে পাড়ি দেয় তারা।

রাঘুভানসি ৫৬ ও রাশিদ ৩১ রানে অপরাজিত থেকে দলকে শিরোপা জেতান।

এ বিভাগের আরো খবর