ঘটন-অঘটনে ভরপুর ছিল ২০২১ সালের ক্রীড়া বিশ্ব। চেলসির ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার অঘটন, অবিশ্বাস্য কামব্যাকে ইতালির ইউরো জয়, গার্ড মুলারের মতো কিংবদন্তির চিরবিদায়, করোনা মহামারির মধ্যেও টোকিও অলিম্পিকসের বর্ণিল আসর, নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বসেরা সাকিব আল হাসানের মাঠে ফেরা, সব মিলিয়ে আলোচনার খোরাকের কমতি ছিল না ক্রীড়াপ্রেমীদের।
তবে সবকিছুকে ছাপিয়ে বছরের সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন লিওনেল মেসি। সর্বকালের সেরা এই ফুটবলারের দল বদল, নতুন দলের হয়ে মাঠ মাতানো, প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জয় ও সাত নম্বর ব্যালন ডর জয়ের খবর শিরোনামে ছিল বছরজুড়ে।
নিউজবাংলার পাঠকদের জন্য ক্রীড়া বিশ্বের সেরা ঘটনা ও আলোচিত চরিত্রগুলোর এক ঝলক আবারও তুলে ধরা হচ্ছে।
লিওনেল মেসির বছর
বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে কান্নাভেজা বিদায় জানান মেসি। জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর লা লিগার নতুন নিয়মের কারণে চুক্তি নবায়ন করতে পারেননি।
পরের মাসে যোগ দেন ফ্রান্সের জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে যথারীতি নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ভক্তদের। বছর শেষে জিতে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডর।
সপ্তম ব্যালন ডর ট্রফি হাতে লিওনেল মেসি। ছবি: এএফপি
তবে ব্যালন ডর ট্রফি জয়ে মেসির যে সাফল্য সবচেয়ে বেশি বিবেচনায় এসেছে তা হলো কোপা আমেরিকা জয়। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ফাইনালে হারিয়ে আর্জেন্টিনাকে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার স্বাদ এনে দেন মেসি।
খরা কাটান নিজের আন্তর্জাতিক শিরোপার। হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়।আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরা
২০১৯ সালের শেষে আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের নভেম্বরে মাঠে ফেরার অনুমতি পান সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যান অফ দ্য ম্যাচ হন সাকিব। প্রথম সিরিজে হন ম্যান অফ দ্য সিরিজ। সিরিজ সেরা ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান। ছবি: এএফপি
পরে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধরে রাখেন নিজের পারফরম্যান্স।
মাঠের মতো মাঠের বাইরেও আলোচিত ছিলেন সাকিব। জুনে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে স্টাম্পে লাথি দেয়ার কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হন মোহামেডানের অধিনায়ক হিসেবে খেলা সাকিব।
বছরের প্রায় মাস চারেক মাঠের বাইরে ছিলেন চোটের কারণে।
আবার বছর শেষে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নও পান বাংলাদেশের ক্রিকেটের এ পোস্টার বয়। সব মিলিয়ে বরাবরের মতো আলোচনার শীর্ষেই ছিলেন সাকিব আল হাসান।অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারালেও বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি
বাংলাদেশ ২০২১ সালে সবচেয়ে বেশি খেলেছে টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে প্রস্তুতির জন্য এ ফরম্যাটে বেশি খেলার সিদ্ধান্ত নেয়। উইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেললেও বিশ্বকাপের কারণে মনোযোগ বেশি ছিল টি-টোয়েন্টিতে।
ঘরের মাঠে পছন্দের কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে ৪-১ ও ৩-২ ব্যবধানে নাস্তানাবুদ করে বাংলাদেশ। সাকিব-নাসুম-মাহেদীদের স্পিনের কোনো জবাবই ছিল না ট্রান্স-তাসমান দুই দলের কাছে।
ওই একই দল মাস খানেক বাদেই বিশ্বকাপে যেয়ে নিজেরাই হতচ্ছাড়া পারফরম্যান্স উপহার দেয়। বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পরও মূল পর্বে কোয়ালিফাই করে টাইগাররা।
মাহমুদুল্লাহর নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশ দলের। ছবি: এএফপি
মূল পর্বে টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নেয়ার মধ্য দিয়ে পূর্ণ হয় ব্যর্থতার ষোলকলা। এরপর দেশের মাটিতে পাকিস্তানের কাছে টেস্ট ও টি-টোয়েন্টিতে ক্লিন সুইপ হয়ে বছর শেষ করে বাংলাদেশ।
ব্যর্থতার ধাক্কা সামলাতে পুনরায় নির্বাচিত বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দেন দলে ব্যাপক রদবদলের। তেমনটা বছর শেষে আগে দেখা যায়নি।করোনা মহামারিতে প্রশান্তির টোকিও অলিম্পিকস
করোনাভাইরাসের মহামারিতে দুই দফায় এক বছর পেছাতে হয় অলিম্পিকস। ২০২০ সালের আসর পরের বছর শুরু হওয়া নিয়েও জটিলতা ছিল। সবকিছু ছাপিয়ে মৃত্যুর মিছিলের শোকে পুরো ক্রীড়া বিশ্বকে কিছুটা আশা দিয়েছে টোকিও অলিম্পিকসের বর্ণিল আসর।
৩৯টি স্বর্ণ জিতে সেরা দল হিসেবে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৩৮ স্বর্ণ নিয়ে দুয়ে আছে চীন। স্বাগতিক জাপান ২৭টি স্বর্ণ নিয়ে দখল করে তৃতীয় স্থান। ২২টি স্বর্ণ জিতে ব্রিটেন হয় চতুর্থ।
টোকিও অলিম্পিকসে স্প্রিন্ট ডাবল জেতেন জ্যামাইকার এলেইন টমসন। ছবি: এএফপি
টোকিও অলিম্পিকস থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ। ক্যারিয়ার সেরা স্কোর করেন দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
বাকি চার অ্যাথলেট ছিলেন, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ, স্প্রিন্টার জহির রায়হান ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। এর মধ্যে বাকী ছাড়া সবাই নিজের বছরের সেরা টাইমিংকে টপকে গেছেন অলিম্পিকসে।জামালদের ব্যর্থতার বছরে সফল নারী দল
১৫টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ পরিসংখ্যানই বলে দেয় ছেলেদের ফুটবলের বছরটা কেমন ছিল।
শুধু মাঠের ব্যর্থতাই নয়, মাঠের বাইরে কোচ-নাটকে জর্জরিত ছিল জামাল-তারিকরা। জেমি ডেকে বরখাস্ত করার পর দুই টুর্নামেন্টে দুই আপৎকালীন কোচ মারিও লেমস ও অস্কার ব্রুসনকে দায়িত্ব দিলেও সাফল্য আসেনি।
সাফ ফুটবল, কিরগিজস্তানে চারদলীয় টুর্নামেন্ট ও শ্রীলঙ্কায় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা অধরাই থেকে গেছে বাংলাদেশ দলের।
সাফের অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টের ফাইনালে গোল করেন আনাই মগিনি। ছবি: বাফুফে
আন্তর্জাতিক অঙ্গন থেকে ঘরোয়া ফুটবলে তাকালে সেখানেও ছিল তিক্ততা। ম্যাচ পাতানোয় আরামবাগের অবনমন ও খেলোয়াড় নিষিদ্ধের মতো ঘটনা ছিল এ বছর।
বছর শেষে ফুটবলপ্রেমীদের মুখে হাসি এনে দিয়েছে নারী ফুটবল দল। ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে বিজয়ের ৫০ বছরের উপহার দেয় বাংলাদেশের নারীরা।
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন আনাই মোগিনি-সাহেদা রিপারা।
আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বছর
টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের শ্রেষ্ঠত্ব প্রমাণের বছর ছিল ২০২১। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় কেইন উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপস।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ছাড়াও পাকিস্তান ও ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারায় নিউজিল্যান্ড।
টেস্টে ভারত সর্বোচ্চ তিনটি সিরিজ জিতলেও, বছর শেষে টেস্ট অধিনায়ক ভিরাট কোহলির সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর দ্বন্দ্বের খবর মিডিয়ায় প্রকাশিত হওয়ায় মনোযোগ অনেকটাই সরে যায় সেদিকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: এএফপি
সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যর্থতার স্বাদ নিতে হয়েছে ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। আর বাংলাদেশের মাটিতে সিরিজ হেরে যাওয়া অস্ট্রেলিয়া জিতে নেয় নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
এ ছাড়া নারী ক্রিকেটারদের খেলার অধিকার না দেয়ার কারণে আলোচনায় ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর প্রতিক্রিয়া হিসেবে নভেম্বরে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট বাতিল করে অস্ট্রেলিয়া।
ডার বম্বারের চলে যাওয়ার বছর
২০২১ সালের ১৫ আগস্ট না ফেরার দেশে চলে যান সর্বকালের সেরা স্ট্রাইকারদের অন্যতম গার্ড মুলার। ২০১৫ সালে আলজেইমার্স রোগ ধরা পড়ে তার। প্রায় ছয় বছর রোগে ভোগার পর চিরবিদায় নেন তিনি।
১৯৬৪ সালে ১৯ বছর বয়সে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি বুন্ডেসলিগা শিরোপা জেতেন এই জার্মান স্ট্রাইকার। ১৯৭০ সালে জেতেন ব্যালন ডর।
১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করছেন গার্ড মুলার। ছবি: এএফপি
পশ্চিম জার্মানির হয়ে ১৯৭২ সালের ইউরো ও ১৯৭৪ সালের বিশ্বকাপ জয় করেন এই স্ট্রাইকার। ৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোলটিও আসে তার পা থেকে।
বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেন ‘ডার বম্বার’ বা বোমারু ডাকনাম পাওয়া মুলার। যার মধ্যে ৩৬৫টি এসেছে বুন্ডেসলিগায়। ক্যারিয়ারে সাতবার লিগের সর্বোচ্চ স্কোরার হন তিনি। পশ্চিম জার্মানি জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল রয়েছে তার।চেলসি ও ইতালির ইউরোপ জয়, ব্রাজিলের প্রাপ্তি অলিম্পিক স্বর্ণ
পুরো মৌসুমে ম্যানচেস্টার সিটিকে নিয়ে অপ্রতিরোধ্য ছিলেন পেপ গার্দিওলা। সবাই অপেক্ষায় ছিলেন সিটিকে অধরা ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা পাইয়ে দেবেন তিনি।
তবে টুর্নামেন্টের ফাইনালে টমাস টুখেলের মাস্টারমাইন্ডের কাছে হেরে বসেন বিশ্বসেরা এ কোচ। চেলসির কাছে হেরে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় সিটিকে।
বছরের শেষে অবশ্য নিজেদের প্রতাপ ফিরে পেয়েছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থেকেই বছর শেষ করেছে সিটিজেনরা।আর চ্যাম্পিয়নস লিগে অঘটন ঘটানো চেলসি ভুগছে ধারাবাহিকতার অভাবে।
ইউরো শিরোপা জয়ের আনন্দে ইতালি জাতীয় ফুটবল দল। ছবি: এএফপি
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আলোচিত ঘটনা ছিল ইতালির ইউরো চ্যাম্পিয়নশিপ জয়। ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই না করার বিষাদ ভুলে আবারও ফুটবলপাগল দেশটিকে আনন্দে মাতান রবার্তো মানচিনি। তার নেতৃত্বেই নিজেদের দ্বিতীয় ইউরো জয় করে ইতালি।
আর আর্জেন্টিনার কাছে মারাকানায় কোপা আমেরিকা হাতছাড়া করলেও মাসখানেক পর টোকিও অলিম্পিকসের স্বর্ণ জয় করে দুধের স্বাদ অনেকটা ঘোলে মেটান দানি আলভেস, গাব্রিয়েল বারবোসারা।