বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশকে হারিয়ে শিরোপা লড়াইয়ে শ্রীলঙ্কার সামনে ভারত

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৯:০৫

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের বড় জয় পেয়েছে ভারত। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। মাহফিজুল ইসলাম করেন ২৬। আর শেষ দিকে আরিফুল ইসলামের ৪২ রানে ব্যবধান কমানো ছাড়া তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের বড় জয় পেয়েছে ভারত। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটের খরচায় ২৪৩ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরটা ভাল করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখা সম্ভব হয়নি রাকিবুল বাহিনীর পক্ষে। নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৪০ রানে।

মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে বিপদে পড়ে যুব টাইগাররা। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

মাহফিজুল ইসলাম করেন ২৬। আর শেষ দিকে আরিফুল ইসলামের ৪২ রানে ব্যবধান কমানো ছাড়া তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

ভারতের হয়ে রাজবর্ধন হাঙ্গারগেকার, রাভি কুমার, রাজ বাওয়া ও ভিকি ওসওয়াল ২টি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে নেমে দলীয় ২৩ রানে ভারতের শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ২৯ বলে ১৫ করা ওপেনার হারনুর সিংকে ফিরিয়ে প্রথম উইকেটের পতন ঘটান।

দলীয় ৪৯ রানে উইকেটে থিতু হয়ে বসা আরেক ওপেনার আংক্রিশ রাঘুভানশিকে সাজঘরে ফেরান নাইমুর রহমান। ৫ রান করা নিশাধ সিধুকে ফেরান মেহেরব।

৬২ রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলের হাল ধরতে এগিয়ে আসেন শাইক রাশিদ। সঙ্গে নেন অধিনায়ক ইয়াশ ধুলকে। মারকুটে ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।

উইকেটের অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও একাই হাল ধরে রাখেন রাশিদ। ইনিংসের শেষ পর্যন্ত ১০৮ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন।

আর এর সুবাদে ভারত পায় ২৪৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

আরেক সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শুরুতে হোঁচট খেয়ে দলের স্কোর বেশি বড় করতে পারেনি শ্রীলঙ্কা। সবগুলো উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৪৭ রান।

লঙ্কান ব্যাটারদের নাস্তানাবুদ করেন পাকিস্তানি পেইসার জসিম আমিন। ১০ ওভার বল করে ৩২ রানের খরচায় নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন আহমেদ খান ও আওয়াস আলি।

আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন আরহাম নাওয়াব ও মাজ সাদাকাত।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তানও। লঙ্কান বোলারদের বোলিং তোপের সামনে ১২৫ রানে মুখ থুবড়ে পরে পাকিস্তানের ইনিংস।

লঙ্কানদের হয়ে ত্রিভেন ম্যাথু নেন চারটি উইকেট। দুনিথ ওয়েলালেথ নেন তিনটি আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন রাভিন ডি সিলভা, সেভন ড্যানিয়েল, মাথিশা পাথিরানা।

এ বিভাগের আরো খবর