প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচটায় জয় পেতে বেগ পেতে হলো ম্যানচেস্টার সিটিকে। নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। দিনের অপর ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দশম জয়ের ম্যাচে ১৬তম মিনিটেই লিড নেয় সিটি। এরপর ম্যাচের পুরো সময়জুড়ে একের পর এক আক্রমণ করলেও গার্দিওলার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি ব্রেন্টফোর্ড।
৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন আয়মেরিক লাপোত। কিন্তু অফ সাইডে থাকায় গোলবঞ্চিত হন তিনি।
শেষ পর্যন্ত ১-০ গোলে সন্তুষ্ট থেকেই বছর শেষ করতে হয় সিটিজেনদের।
দিনের অপর ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ড্র করেছে চেলসি। ম্যাচের ২৮তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ইনজুরি টাইমে ড্যানি ওয়েলবেকের গোল তিন পয়েন্ট পেতে দেয়নি চেলসিকে। দারুণ এক গোলে সমতায় ফেরান দলকে। আর সেই সুবাদে ড্র দিয়ে বছর শেষ করতে হলো চেলসিকে।