বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাফিজুলের সেঞ্চুরিতে কুয়েতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৯১

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৫৮

১২ চার, ৩ ছক্কায় ১০৭ বলে সেঞ্চুরি পূরণ করেন মাফিজুল। অন্যদের মধ্যে এসএম মেহেরব ৪২, তাহযিবুল ২৫ ও রাকিবুল ২১ রান করেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ওপেনার মাফিজুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে কুয়েতকে ২৯২ রানের লক্ষ্য বেধে দিয়েছে বাংলাদেশের যুবারা। ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের রানের চাকা থেমেছে ২৯১ রানে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ইফতেখারকে হারায় বাংলাদেশ। এরপর আইচ মোল্লাকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মাফিজুল।

দ্বিতীয় উইকেট ৮৩ রানের জুটি গড়েন দুই জন মিলে। ব্যক্তিগত ২০ রানে আইচের বিদায়ের ফলে ভাঙে সেই জুটি। এরপর আরিফুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মাফিজুল।

১২ চার ৩ ছয়ের মারে ১০৭ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে মোহাম্মদ উমরের হাতে ধরা দিয়ে থামতে হয় তাকে। এরপর বাকি কাজটা সাড়েন এসএম মেহেরব (৪২), রাকিবুল (২১) ও তাহযিবুল (২৫) মিলে।

সব মিলিয়ে কুয়েতের সামনে ২৯২ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

কুয়েতের হয়ে বোলিং করেন ৯ বোলার। এদের ভেতর তিনটি উইকেট নেন আবদুল সাদিক। দুটি করে উইকেট নেন হেনরি থমাস ও মোহাম্মদ উমর। আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন আবদুল্লাহ ফারুক, মির্জা আহমেদ ও মোহাম্মদ বাশতাকি।

এ বিভাগের আরো খবর