বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাসুমের ১০০ ফার্স্ট ক্লাস উইকেট

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২১ ২০:১৮

নিজের ২৩তম ফার্স্ট ক্লাস ম্যাচে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন ২৭ বছর বয়সী নাসুম। সোমবার বিসিবি নর্থ জোনের বিপক্ষে রেকর্ড বইয়ে নাম ওঠান সাউথ জোনের এ স্পিনার।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন নাসুম আহমেদ। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে এ কীর্তি গড়েন বাঁহাতি এ স্পিনার।

নিজের ২৩তম ফার্স্ট ক্লাস ম্যাচে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন ২৭ বছর বয়সী নাসুম। সোমবার বিসিবি নর্থ জোনের বিপক্ষে রেকর্ড বইয়ে নাম ওঠান সাউথ জোনের এ স্পিনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের ম্যাচে নামার সময় নাসুমের সংগ্রহে ছিল ৯৪ উইকেট। নর্থ জোনের ছয় ব্যাটারকে আউট করে উইকেটের সেঞ্চুরি করেন তিনি।

নাসুমের আক্রমণে নর্থ জোন নিজেদের প্রথম ইনিংসে ৩৮৫ রানে অলআউট হয়ে যায়। নাঈম ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন। মাহিদুল ইসলাম করেন ৭৬। নাসুম ১২৬ রান দিয়ে ছয় উইকেট নেন। তিনি বল করেন ৪৪ ওভার।

ব্যাট করতে নেমে বিসিবি সাউথ জোন ২ উইকেটে ১১২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। এনামুল বিজয় ৩৫ রান করেন। অমিত হাসান ২১ ও তৌহিদ হৃদয় ১৬ রান করে অপরাজিত আছেন।

এ বিভাগের আরো খবর