বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাপানের কাছেও হারল বাংলাদেশ

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২১ ২০:৫৩

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৫-০ ব্যবধানে হেরেছে আশরাফুল-জিমিরা।

ভারতের কাছে বড় হার দিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-২ ব্যবধানের আশা জাগানিয়া হারের পর তৃতীয় ম্যাচে শনিবার জাপানের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৫-০ ব্যবধানে হেরেছে আশরাফুল-জিমিরা।

টানা চার দিনে তিন ম্যাচ খেলার ধকলটা বাংলাদেশ টের পায় জাপান ম্যাচে।

প্রথম কোয়ার্টার পর্যন্ত জাপানকে রুখে দেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে আর থামানো সম্ভব হয়নি তাদের। ম্যাচের ২১ মিনিটে কেনতা তানাকার গোল করে এগিয়ে যায় জাপান।

তার তিন মিনিট পরে এবার পিসি থেকে রাইকি ফুজিশিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে জাপান।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান ৩-০ করে ফেলে তারা। এবার পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান বাড়ান জাপানের খেলোয়াড় কাতো রাইওসে।

ম্যাচের ৪২ মিনিটে কাতোর আরেকটি গোলে ব্যবধান ৪-০ করে ফেলে জাপান। শেষ কোয়ার্টারে আরও সেরেন তানাকার গোলে শেষ প্যারেকটি ঠুকে দেয় জাপান।

পুরো ম্যাচে তিনটি পিসি পেয়েও একটি গোলে পরিণত করতে পারেনি বাংলাদেশ।

টানা তিন জয়ে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল লাল-সবুজরা। ম্যাচ শেষে ক্লান্তিকে হারের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘টানা তিন ম্যাচ খেলে সবাই সম্ভবত ক্লান্ত। তাই এ ম্যাচে নিজেদের সেরাটা দেয়া সম্ভব হয়নি।’

এখনই দম নেয়ার ফুরসত নেই বাংলাদেশের। আগামীকাল রবিবার পাকিস্তানের সঙ্গে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আশরাফুলরা।

এ বিভাগের আরো খবর