আগামী বছরের প্রথম মাসে জাতীয় দলকে ব্যস্ত রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানুয়ারিতে ফিফার প্রথম উইন্ডোকে কাজে লাগাতে চায় ফেডারেশন।
পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে ইতোমধ্যে চার দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।
ফিফার প্রথম উইন্ডো ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারিকে কাজে লাগাতে চায় ফেডারেশন।
নেপাল, মঙ্গোলিয়া, লাওস ও কম্বোডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত বাফুফের আমন্ত্রণে সাড়া দেয়নি কেউ। ঘরোয়া ফুটবলে ব্যস্ত থাকার কারণে এখনও কিছু জানায়নি কোনো দেশ।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা জানুয়ারির উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য দল পাওয়ার চেষ্টা করছি। চারটি দেশকে চিঠি দেয়া হয়েছে বাংলাদেশে এসে খেলার জন্য। এখন পর্যন্ত কোনো দেশই কিছু জানায়নি।’
‘আশা করছি আগামী সপ্তাহে জানতে পারবো। যেকোনো একটি দেশ রাজি হলে আমরা ঘরের মাঠে ম্যাচ আয়োজন করব।’
মূলত দেশের মাটিতে আন্তর্জাতিক ফুটবল খেলার ভাবনা থেকে এ পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ ম্যাচটি খেলেছিল ২০২০ সালের ১৭ নভেম্বর।
নেপালের সঙ্গে আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। এক বছর পেরিয়ে গেলেও এখনও দেশের মাটিতে কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের।