পাঁচ দেশ নিয়ে মঙ্গলবার থেকে ঘরের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি।
আনুষ্ঠানিকভাবে সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উন্মোচন করা হলো টুর্নামেন্টের ট্রফি। মালয়েশিয়া নিজেদের নাম প্রত্যাহার করায় ফিক্সচারে পরিবর্তন আনা হয়েছে আসন্ন এশিয়ান ট্রফি হকি টুর্নামেন্টের। আয়োজক হিসেবে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান অংশ নেবে এ হকি প্রতিযোগিতায়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অংশ নেয়া দেশগুলোর পাঁচ অধিনায়ক।
ভারত ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্ট সম্পর্কে অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘৫ দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে। আমি আশা করব এই ৫ দলের ভেতরে যারা ভালো খেলবে তারা চ্যাম্পিয়ন হবে। এখানে আসার জন্য সব দলকে ধন্যবাদ।’
টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল ভারত। টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা ভারতের অধিনায়ক মানপ্রিত সিংহের।
তিনি বলেন, ‘আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব।’
ফেভারিট তকমা থাকবে পাকিস্তানের জন্যও। অধিনায়ক উমর ভুট্টা বলেন, ‘দুই বছর পর আমরা আন্তর্জাতিক হকিতে অংশ নিচ্ছি। করোনার কারণে এতদিন মাঠের বাইরে ছিলাম। আমরা চেষ্টা করব টুর্নামেন্টে ভালো খেলার।’
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নেয়ার কথা জানান জাপানের অধিনায়ক সেং তানাকা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া।’
১৪ ডিসেম্বর কোরিয়া-ভারত ম্যাচ দিয়ে মাওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে আসর। ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে পরের দিন মিশন শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: বিপ্লব কুজুর, আবু সাইদ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মেহেদী হাসান, রেজাউল করিম, শফিউল আলম, সারোয়ার মোর্শেদ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ, আরশাদ হোসেন, পুষ্কর খীসা, রকিবুল ইসলাম ও দ্বীন ইসলাম।