মালয়েশিয়া নিজেদের নাম প্রত্যাহার করায় ফিক্সচারে পরিবর্তন আনা হয়েছে আসন্ন এশিয়ান ট্রফি হকি টুর্নামেন্টের। ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলার শিডিউল ছিল শিতুল-আশরাফুলদের।
করোনাভাইরাসের জটিলতায় মালয়েশিয়া খেলতে না পারায় নতুন ফিক্সচার অনুযায়ী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেশি দেশটির বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
টুর্নামেন্ট শুরু হবে ১৪ ডিসেম্বর কোরিয়া-ভারত ম্যাচ দিয়ে। তার পরের দিনই ভারতের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।
১৬ ডিসেম্বর বিরতি কাটিয়ে পরের তিন দিনে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৭ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। একই দিন ভারত-পাকিস্তান ম্যাচটি গড়াবে মাঠে। পরের দিনই জিমি-আশরাফুলরা খেলবে জাপানের বিপক্ষে। ১৯ ডিসেম্বর খেলবে পাকিস্তানের বিপক্ষে।
আগামী ২১ ডিসেম্বর টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল ও তৃতীয় নির্ধারণী ম্যাচটি হবে আগামী ২২ ডিসেম্বর।
সবগুলো ম্যাচ হবে গুলিস্তানস্থ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। গত ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ান কোচ কৃষ্ণমূর্থী গোবিনাথানের অধীনে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় হকি দল। দুই সপ্তাহের প্রস্তুতি শেষে ভারতের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের মিশন শুরু করবে বাংলাদেশ।