অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ম্যাচে ফিরতে সংগ্রাম করছে ইংল্যান্ড। দিনশেষে সফরকারী দলের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও তারা ৫৮ রান পিছিয়ে।
তৃতীয় দিনের খেলা শেষে ৮০ রান নিয়ে অপরাজিত ডাউয়িড মালান। আর ৮৬ রানে খেলছেন জো রুট।
শুক্রবার সকালে ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে খেলতে নেমে ৪২৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১১২ রানে অপরাজিত থাকা ট্র্যাভিস হেড আউট হন ১৫২ রানে।
অজিদের সবশেষ ব্যাটসম্যান হিসেবে মার্ক উডের বলে বোল্ড হন তিনি। এছাড়া টেইলএন্ডে ৩৫ রান আসে মিচেল স্টার্কের ব্যাট থেকে।ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও ওলি রবিনসন ৩টি করে উইকেট নেন। ক্রিস ওকস নেন ২টি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় বার ব্যাট করতে নামে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারেননি ইংলিশ ওপেনাররা। হাসিব হামিদ স্টার্কের বলে আউট হন ২৭ রান করে।
ররি বার্নসকে ১৩ রানে ফেরান প্যাট কামিনস।
এরপর শুরু হয় ইংল্যান্ডের ফিরে আসার লড়াই। তৃতীয় উইকেটে দারুণ খেলে জুটি বড় করেন মালান ও রুট।
৪৯ ওভার ব্যাট করে দুইজন যোগ করেন ১৫৯ রান। মালান তুলে নেন তার অষ্টম টেস্ট ফিফটি। আর ইংল্যান্ডের অধিনায়ক জো রুট পূর্ণ করেন তার ৫১তম হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও কোনো সেঞ্চুরি নেই রুটের।