ঢাকা টেস্টের প্রথম দিনে বাবর আজম ও আজহার আলির ধৈর্য্যশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম দিন শেষে সফরকারী দলের সংগ্রহ দুই উইকেটে ১৬১ রান।
আলোকস্বল্পতার কারণে চা বিরতির পর আর মাঠে গড়ায়নি দিনের খেলা। ৩৩ ওভার বাকি থাকতেই শেষ করা হয় প্রথম দিন। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রোববার সকাল ৯.৩০ মিনিটে।
৯৯ বলে ৬০ রানে অপরাজিত রয়েছেন বাবর আজম। ১১২ বল খেলে ৩২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন আজহার আলি।
হোম অফ ক্রিকেট মিরপুরে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
শুরুতে স্বাগতিক বোলাররা দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিকের কাছে পাত্তা না পেলেও দ্বিতীয় ঘণ্টায় বদলে যায় দৃশ্যপট।
ব্যক্তিগত পঞ্চম ওভারে তাইজুলের শিকার বনে ২৫ রানে সাজঘরের পথ ধরতে হয় আবদুল্লাহ শফিককে। সাজঘরে ফেরার আগে আবিদ আলির সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি।
পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাতটিও হানেন তাইজুল। দুর্দান্ত এক ডেলিভারিতে মাঠ ছাড়তে বাধ্য করেন আবিদ আলিকে। তাইজুলের স্পিন সামাল দিতে না পেরে ৩৯ রানে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
দুই উইকেট হারিয়ে ৭৮ রানের পুঁজি তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান।
বিরতি থেকে ফিরে বিপজ্জনক হয়ে ওঠা দুই স্বাগতিক স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানকে সতর্কতার সঙ্গে খেলতে থাকেন বাবর আজম ও আজহার আলি।
দ্বিতীয় সেশনে বৃষ্টির কারণে প্রায় আধাঘণ্টা খেলা বন্ধ থাকলেও তাতে ছন্দপতন হয়নি এই দুই ব্যাটসম্যানের। দুজন মিলে দৃঢ় হাতে সচল রাখেন দলের রানের চাকা।
চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর ঢাকা টেস্টে এসে স্বরুপে ফেরার ইঙ্গিত দিতে থাকেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৭৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি।
উইকেটের অপরপ্রান্তে ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে উইকেট কামড়ে বসে থাকেন আজহার। চা বিরতিতে যাওয়ার আগে ১১২ বল খেলে করেন ৩৬ রান। অপরদিকে বাবর অপরাজিত থাকেন ৯৯ বলে ৬০ রান করে।
এরপর আলোক স্বল্পতার কারণে শেষ সেশনের খেলা নিয়ে দেখা দেয় সংশয়। দুই দফায় সেশন শুরুর সময় পেছালেও শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি দিনের তৃতীয় সেশনের খেলা।