প্রথম ঘণ্টা উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ঘণ্টার শুরুতে উইকেট পেয়েছে বাংলাদেশ। তাইজুলের শিকার বনে ২৫ রানে সাজঘরের পথ ধরতে হয়েছে আবদুল্লাহ শফিককে।
আবিদ আলির সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে তাইজুলের বলে বোল্ড হন শফিক।
টস জিতে মিরপুরের ফ্ল্যাট উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
চট্টগ্রামে দিনের প্রথমভাগে বোলাররা রাজত্ব করলেও শেরে বাংলায় এসে বদলে যায় দৃশ্যপট। প্রথম সেশনের প্রথম ঘণ্টায় পাকিস্তানি দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিককে টলাতে পারেনি স্বাগতিক বোলাররা।
প্রথম ঘণ্টায় ১৫ ওভার ব্যাটিং করেছে সফরকারীরা। এই ১৫ ওভারে তারা হাঁকিয়েছে নয়টি বাউন্ডারি। এর ভেতর ছিল আটটি চার, একটি ছয়।
প্রথম ঘণ্টা শেষে পাকিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে ৫৪ রান।