জয়ের ধারায় ফেরার মিশনে সিরিজের শেষ টেস্টের প্রথম ঘণ্টায় সফলতার মুখ দেখতে পায়নি বাংলাদেশ। পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি সাকিব-তাইজুলরা।
প্রথম ঘণ্টা শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৫৪ রান। ৩৩ রান নিয়ে উইকেটে রয়েছেন আবিদ আলি। তার সঙ্গে ২১ রান নিয়ে খেলছেন আবদুল্লাহ শফিক।
চট্টগ্রামে দিনের প্রথম ভাগে বোলাররা রাজত্ব করলেও শেরে বাংলায় এসে বদলে গেছে দৃশ্যপট। প্রথম সেশনের প্রথম ঘণ্টায় পাকিস্তানি দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিককে টলাতে পারেননি স্বাগতিক বোলাররা।
প্রথম ঘণ্টায় ১৫ ওভার ব্যাটিং করেছে সফরকারীরা। এই ১৫ ওভারে তারা হাঁকিয়েছে ৯টি বাউন্ডারি। এর ভেতর ছিল আটটি চার, একটি ছয়।
টাইগারদের হয়ে বল করেছেন চার বোলার। এবাদত পাঁচ ওভার বোলিং করে দিয়েছেন ১৫ রান, খালেদের ৪ ওভারে ১৯ রান নিতে সক্ষম হয়েছেন পাকিস্তানি ব্যাটাররা।
ফেরার ম্যাচে সাকিব প্রথম ঘণ্টায় করেছেন ৩ ওভার। বিনিময়ে দিয়েছেন ৮ রান। আর তাইজুল ৩ ওভারে দিয়েছেন ১২ রান।
এর আগে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশকে হারতে হয়েছিল আট উইকেটে।