পরাজয়ের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টস হেরে ফিল্ডিং করতে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে ঢাকা টেস্টে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। একাদশে এসেছেন সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।ম্যাচে অভিষেক হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের। তিনি একাদশে খেলছেন টাইফয়েড আক্রান্ত সাইফ হাসানের বদলে।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের শেষ দুই ম্যাচের পর বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। ফিটনেস ইস্যুতে সবুজ সংকেত পাননি প্রথম টেস্টেও।
সব শঙ্কা কাটিয়ে ঢাকা টেস্টে ফিরলেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। সাকিবকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে আগের টেস্টে অভিষেক হওয়া ইয়াসির রাব্বিকে।
সাকিব ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় ডাক পাননি পেইসার তাসকিন আহমেদ। দলের সঙ্গে অনুশীলন করলেও তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।এবাদত হোসেনের নতুন বলের সঙ্গীও বদল হয়েছে। আবু জায়েদের বদলে আড়াই বছর পর টেস্ট খেলতে নামছেন খালেদ আহমেদ।
দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামলেও অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নামছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নুমান আলি ও শাহিন আফ্রিদি।