বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকাতেও ফ্ল্যাট উইকেটের আশা মুমিনুলের

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২১ ১৯:১৩

রাত পোহালেই সিরিজের দ্বিতীয় টেস্টে শেরে বাংলায় মুখোমুখি হবে দুই দল। আর এ ম্যাচেও সাগরিকার মতো উইকেট আশা করছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ হয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে ফরম্যাট বদলে জয়ের ধারায় ফিরতে চেয়েছিল টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারলেও শুরুতে লড়াই জমিয়ে দেয় বাংলাদেশ। সাগরিকার ফ্ল্যাট উইকেটে ব্যাটিং ইউনিট ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখার পর দুর্দান্ত পারফরম্যান্স করে বোলিং ইউনিট।

স্বাগতিকদের পেইসাররা খুব একটা সুবিধা করতে পারেনি সেই উইকেটে। তবে নিজ আলোয় উজ্জ্বল ছিলেন তাইজুল-মিরাজরা।

রাত পোহালে সিরিজের দ্বিতীয় টেস্টে শেরে বাংলায় মুখোমুখি হবে দুই দল। আর এ ম্যাচেও সাগরিকার মতো উইকেট আশা করছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

শুক্রবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

মুমিনুল বলেন, ‘এটা সবাই জানে, উপমহাদেশের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। তাই এখানকার দলগুলোর বিপক্ষে স্পিন উইকেটে না খেলা ভালো। কেবল আমি নই, বিশ্বের সব দলই তাই করবে। তাই আমার মনে হয় ফ্ল্যাট উইকেটে খেলাটা ভালো হবে।’

শেরে বাংলার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে উইকেটে বোলারদের প্রাধান্য থাকে। তবে টেস্টে সেই সুবিধা বোলাররা পাবেননা বলে মনে করছেন মুমিনুল। তার মতে, নতুন বলের ব্যবহারের ভিন্নতার কারণে আসন্ন টেস্টে ব্যাটাররা বেশি সুবিধা পাবেন।

মুমিনুল বলেন, ‘সাদা বলে কিন্তু মিরপুরের উইকেট আলাদা। দুই পাশ থেকে নতুন বল থাকে তখন হয়তো ভিন্ন কিছু সামলাতে হয় ব্যাটসম্যানদের। লাল বল একটা দিয়ে হয়। তাই লাল বলে সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে।’

ইতোমধ্যেই সিরিজের প্রথম টেস্ট হেরে ১-০ তে পিছিয়ে রয়েছে মুমিনুল বাহিনী। হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় টেস্টে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা।

এ বিভাগের আরো খবর