অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই শেরেবাংলার উইকেট নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর সিরিজ জিতলেও সমালোচনার কমতি ছিল না হোম অফ ক্রিকেটের স্লো ও লো উইকেট নিয়ে।
অবস্থাটা এ রকম দাঁড়িয়েছিল যে, শেরেবাংলার উইকেট পরিচিতি পেয়েছিল ‘ধানক্ষেত’ নামে।
ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেট-বিশ্লেষক ও সাবেকদের একটাই কথা ছিল। এই উইকেটে খেলে উন্নতি হবে না ক্রিকেটারদের। একই সঙ্গে উইকেট বদলে স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন সবাই।
কিন্তু জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ক্রিকেটারদের পারফরম্যান্সের জন্য উইকেটের অজুহাত মানতে নারাজ। বনেদি ফরম্যাটের দলপতির মতে, নিজের জায়গা থেকে ভালো খেললে ও পেশাদারিত্ব দেখালে ভালো কিছু বের করে আনা সম্ভব।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান মুমিনুল।
মুমিনুল বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেট কিংবা এগুলো নিয়ে অজুহাত দেওয়া কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই।
‘যদি ধানক্ষেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানে ভালো খেলতে হবে। এসব অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালে ভালো হয়।’
শনিবার মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি। এর আগে এই শেরেবাংলাতেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ক্লিন সুইপ হতে হয় বাংলাদেশকে।
আর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও মেনে নিতে হয় হার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নয় ম্যাচ হেরেছে টাইগাররা।