প্রথম ম্যাচে জয়ের পর ট্রায়াঙ্গুলার সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভারতের অনূর্ধ্ব-১৯ বি-দলের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। ১১৩ রানে জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।
অনবদ্য সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নওরোজ প্রান্তিক।
আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি সারছে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষে এখন ত্রিদেশীয় সিরিজ।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ।
ওপেনার ইফতেখার হোসেইনের ৫৭, প্রান্তিকের ১০১ রানের অনবদ্য ইনিংস আর মেহেরব হাসানের ৭০ রানের অপরাজিত ফিফটিতে ছয় উইকেটে ৩০৫ রান তোলে বাংলাদেশ।
পাহাড়সম টার্গেটে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারত। দলের সর্বোচ্চ ইনিংস আসে কুশল তাম্বের ব্যাট থেকে। তার ৪২ ছাড়া কেউই বাংলাদেশের বোলারদের দাপটের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতে পারেনি।
দলীয় ১৯২ রানে অলআউট হয়ে যায় ভারত। একাই চার উইকেট তুলে নেন বাংলাদেমের আরিফুল ইসলাম। দুটি উইকেট পান নয়ন। একটি করে উইকেট তুলে নেন আশিক, সাকিব, মেহেরব ও অধিনায়ক রাকিব।