ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ০ ও ১ রান করার পর টেস্ট ম্যাচেও রান পাননি।
চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ১৪ ও ১৮ রান করেন এই তরুণ ওপেনার। ঢাকা টেস্টের আগে আরেকটি দুঃসংবাদ পেলেন সাইফ।
টাইফয়েড ধরা পড়েছে তার। ফলে ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না ২৩ বছর বয়সী এ ব্যাটারের।
তার টাইফয়েড ধরা পড়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চট্টগ্রামে সাইফের জ্বর থাকায় তার পরীক্ষা করা হয়। বুধবার তার পরীক্ষার ফলে জানা যায়, টাইফয়েড আক্রান্ত তিনি।
দেবাশীষ বলেন, ‘সাইফের পরীক্ষার ফল এসেছে আমাদের হাতে। তার টাইফয়েড হয়েছে। ফলে ঢাকা টেস্টে তার থাকার সম্ভাবনা নেই।’
ঢাকা টেস্টের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ২০ জনের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তাতে জায়গা পান সাইফ। তবে তখনও তার পরীক্ষার ফল মেডিক্যাল টিমের কাছে পৌঁছায়নি।
সাইফ না খেললেও, দলে ওপেনার হিসেবে বাড়তি যুক্ত করা হয়েছে নাঈম শেখকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।
এ ছাড়া সাদমান ইসলাম ও নাজমুল শান্তও রয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ, নাইম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ মাহমুদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।