জাতীয় দলে ডাক পাওয়ার প্রায় এক বছর পর টেস্টে অভিষেক হলো ইয়াসির রাব্বির, কিন্তু শুরুটা রাঙাতে পারলেন না এই ডানহাতি ব্যাটার। চার রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। যার ফলে দিনের শুরুতে দুই উইকেট হারাল বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে লিটন জানান দিয়েছিলেন রানের ধারায় ফিরেছেন তিনি। ১১৩ রানে প্রথম দিন শেষ করা বাঁহাতি এই ব্যাটারকে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরান পাকিস্তানি পেইসার হাসান আলি।
আগের দিন দারুণ খেলা লিটন এক রান যোগ করে ফেরেন সাজঘরে। উইকেটে অবচল রয়েছেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে দিচ্ছিলেন অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। চার রান করেই হাসান আলির তৃতীয় শিকারে পরিণত নন জাতীয় দলের এই নতুন মুখ।
এর আগে প্রথম দিনের সকালের সেশনটা দেখে বোঝা যায়নি দিনশেষে স্বস্তির হাসি বাংলাদেশের মুখে থাকবে। দিনের প্রথম ১৭ ওভারে নেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। যার মধ্যে ছিলেন অভিজ্ঞ মুমিনুল হকও।
তবে এরপর পুরো দিনের খেলা পাল্টে দেন মুশফিকুর রহিম ও লিটন দাস। অভিজ্ঞ এ দুই ব্যাটার সারা দিন অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে দারুণ অবস্থানে নিয়ে যান।
প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৩ রান।