বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিএলএস নিয়মে থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ নভেম্বর, ২০২১ ২২:০৪

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৬ রান বোর্ডে তোলে বাংলাদেশ। বল হাতে পাঁচ উইকেট নেন নত্যয়া বুচাথাম। আলো স্বল্পতায় ৩৯.২ ওভার পর খেলা বন্ধ হয়ে গেলে ডি/এল মেথডে থাইল্যান্ডকে ৮ উইকেটের জয়ী ঘোষণা করা হয়।

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের নারীরা হারল থাইল্যান্ডের কাছে। ডার্কওয়ার্থ-লুইস মেথডে (ডি/এল) আট উইকেটে হার বরণ করেছে নিগার-সালমারা।

হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড।

ক্রিজে নেমে শুরুটা মোটেও সুখকর হয়নি টাইগ্রেসদের। ১৪ রানের মধ্যে ওপেনার শারমীন আক্তার আর অধিনায়ক নিগার সুলতানাকে হারায় বাংলাদেশ। ১ রানে বিদায় নেন যুক্তরাষ্ট্র ম্যাচে সেঞ্চুরি পাওয়া শারমীন।

রানের চাকা অব্যাহত রাখেন মুরশিদা খাতুন। ৮০ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পরে ফারজানা হকের ৫১ রানের ইনিংসে কিছুটা গতি পায় বাংলাদেশ।তার বিদায়ের পর বড় ইনিংস আসেনি কারও ব্যাট থেকে। রুমানার ২৭ আর লতা মন্ডলের ২৯ ছাড়া দুই অংকের ঘর ছুঁতে পারেননি কেউ।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৬ রান বোর্ডে তোলে বাংলাদেশ। বল হাতে পাঁচ উইকেট নেন নত্যয়া বুচাথাম। একটি করে উইকেট নেন চানিদা, ওনিচা ও সরনারিন।

বাংলাদেশের ছোট লক্ষ্য আরও সহজ করে ফেলে থাইল্যান্ড। তাদের উইকেট নেয়া কঠিন হয়ে যায় নিগার-রিতু-জাহানারাদের জন্য। ৯৭ রানে প্রথম উইকেটের দেখা পায় নিগার বাহিনী। দ্বিতীয় উইকেট আসে ১১৪ রানের মাথায়।

শেষের দিকে থাইল্যান্ডকে অবশ্য চেপে রাখছিল বাংলাদেশ। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ৬৬ বলে ৪৬ রান দরকার ছিল তখন। রুমানার করা দ্বিতীয় বলের পর ক্রিজে আর বল গড়ানো সম্ভব হয়নি।

আলো স্বল্পতায় ৩৯.২ ওভার পর খেলা বন্ধ হয়ে গেলে ডি/এল মেথডে থাইল্যান্ডকে ৮ উইকেটের জয়ী ঘোষণা করা হয়।

এ হারেও গ্রুপ-বিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে চার পয়েন্ট তাদের। একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে আছে থাইল্যান্ড।

সুপারসিক্সে খেলার মিশন নিয়ে ২৯ নভেম্বর শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর