বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়া বিশ্বকাপে খেলা কলিনদ্রেস এবার আবাহনীতে

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ১৯:২৯

বাংলাদেশের ফুটবল একেবারে নতুন নয় কলিনদ্রেসের জন্য। এর আগে বসুন্ধরা কিংসের হয়ে দুই মৌসুমে খেলেছেন তিনি। কিংসের জার্সিতে সব ধরনের টুর্নামেন্ট মিলে ২৬ গোলের পাশাপাশি করিয়েছেন ১৪ গোল।

কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপে খেলা ড্যানিয়েল কলিনদ্রেস আবারও ফিরেছেন বাংলাদেশে। এবার দেশের শীর্ষস্থানীয় দল ঢাকা আবাহনীতে নাম লিখিয়েছেন এ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান কলিনদ্রেস। ক্লাবে এসে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেন তিনি।

বাংলাদেশের ফুটবল একেবারে নতুন নয় কলিনদ্রেসের জন্য। এর আগে বসুন্ধরা কিংসের হয়ে দুই মৌসুমে খেলেছেন তিনি। কিংসের জার্সিতে সব ধরনের টুর্নামেন্ট মিলে ২৬ গোলের পাশাপাশি করিয়েছেন ১৪ গোল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি কিংসকে শিরোপা উপহার দেন কোস্টারিকার এ ফুটবলার। লিগ, ফেডারেশন ও স্বাধীনতা কাপ জিতেছেন একটি করে।

গত বছরের জুনে তাকে ছেড়ে দেয় কিংস। ক্লাবটির সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় ফিরে গিয়ে নিজ দেশেই শীর্ষ লিগে খেলেন দোপোর্তিভো সাপ্রিসার হয়ে।

এবার ঢাকা আবাহনীর ডাকে সাড়া দিয়েছেন কলিনদ্রেস। ফিরেছেন কিংসের প্রতিদ্বন্দ্বী দলটিতে।

তার আগমনের খবরে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। নতুন অবতারে কেমন করবেন কলিনদ্রেস, সেটাই দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা।

কলিনদ্রেস এবার আবাহনীতে পাচ্ছেন চীনের শীর্ষ লিগে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ ও আরেক ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও এশিয়ান কোটায় যোগ দেয়া ইরানি মিলাদ শেখ সোলেইমানিকে।

এ বিভাগের আরো খবর