প্রায় ২০ মাস পর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয় টিকিট। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে ক্রিকেটভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করেন টিকিটের জন্য।
দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। শেওড়াপারা থেকে আসা রাজন চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট হাতে পেয়েছেন। নিউজবাংলাকে তিনি বলেন, ‘সকাল ৭ টা থেকে লাইনে দাড়িয়েছি। ১১ টায় পেলাম টিকিট৷’
টিকিট পাওয়ার পর ভক্তদের প্রত্যাশা বাংলাদেশের জয়। রূপনগর থেকে আসা সুমন বলেন, ‘কোভিডের কারণে এত দিন খেলা দেখতে পারিনি। আমরা জানি পাকিস্তান শক্তিশালী দল। তারপরও আমরা আশা করি বাংলাদেশ জিতবে।’
অনেকে আবার রাজন বা সুমনের মতো এতটা ভাগ্যবান নন। অনেকক্ষণ লাইনে অপেক্ষা করার পরও টিকিটের দেখা পাননি। এদের একজন দুয়ারিপাড়ার নাসির। তিনি জানান, ‘ভাই, সেই ৮টায় আসলাম। কখন পাব টিকিট জানি না।’
অনেকের অভিযোগ লাইন ছাড়াও দেয়া হচ্ছে টিকিট। নিউজবাংলার প্রতিবেদকের কাছে শাহ আলিবাগের তপু অভিযোগ করে বলেন, ‘যে পরিমানে টিকিট আগে থেকেই চলে যাচ্ছে, টিকিট পাব কিনা জানি না।’
এছাড়া কালোবাজারিদের কাছ থেকেও টিকিট কিনেছেন কয়েকজন। মিরপুর-১ নম্বর থেকে আসা জনি বলেন, ‘১৫০ টাকার টিকিট ২০০ দিয়ে কিনলাম।’
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান ও দাবি করেন সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে।
শুক্রবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পুরো সিরিজে ধারণক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি।
টিকিট হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত দুই ক্রিকেটভক্ত। ছবি: পিয়াস বিশ্বাস/নিউজবাংলাপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয় সর্বনিম্ন ১০০ টাকা। সর্বোচ্চ টিকিটের মূল্য ১ হাজার টাকা।
বেশ কিছু বিধিনিষেধ থাকছে এবার দর্শকদের জন্য। অনলাইনে কোনো টিকিট পাওয়া যাবে না। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। টিকিট কেনার সময় থাকতে হবে করোনা টিকার দুই ডোজ সম্পন্নের সনদ।
একই সঙ্গে মাঠে থাকার সময় মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
১৯, ২০ ও ২২ নভেম্বর হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর শেরে বাংলায় শুরু হবে সিরিজের শেষ টেস্টটি।