করোনা মহামারির কারণে গত বছর মার্চ থেকে মাঠে দর্শকের প্রবেশ বন্ধ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দেড় বছর পর দেশের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। মানুষ ফিরে এসেছে তাদের স্বাভাবিক জীবনে।
সে কারণে পাকিস্তান সিরিজ থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকের প্রবেশাধিকার দেয়া হচ্ছে। ২০ মাস পর শেরেবাংলায় যাচ্ছেন দর্শক। ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাওয়া সিরিজের টিকিট বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। সর্বোচ্চ টিকিটের মূল্য ১ হাজার টাকা।এবারে বেশ কিছু নিয়মের ভেতর দিয়ে টিকিট বিক্রি করবে বোর্ড। বৃহস্পতিবার ইনডোর স্টেডিয়ামে শুরু হবে টিকিট বিক্রির প্রক্রিয়া। থাকছে না কোনো অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা।
শেরেবাংলার ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক পাবেন মাঠে প্রবেশের সুযোগ। খেলা মাঠে বসে দেখতে চাইলে টিকিট কিনতে হবে উপস্থিত থেকে। থাকতে হবে করোনা টিকার দুই ডোজ সম্পন্নের সনদ।
একই সঙ্গে মাঠে থাকার সময় মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচ হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্টটি। ডিসেম্বরের ৪ তারিখ শেরেবাংলায় শুরু হবে সিরিজের শেষ টেস্টটি।