বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেডেরারের আরেকটি রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন জকোভিচ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৩:১৩

বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুরের ফাইনালে পৌঁছে গেছেন ‘দ্য জোকার’। সর্বোচ্চ ষষ্ঠবার এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার রেকর্ডটি এখনও ফেডেরারের দখলে। পাঁচবার জিতে দুইয়ে আছেন জকোভিচ।

কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেডেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছুঁয়েছেন আগেই। এবার এ সুইস মহাতারকার আরেকটি রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় আছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুরের ফাইনালে পৌঁছে গেছেন ‘দ্য জোকার’। সর্বোচ্চ ষষ্ঠবার এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার রেকর্ডটি এখনও ফেডেরারের দখলে। পাঁচবার জিতে দুইয়ে আছেন জকোভিচ।

তুরিনে সোমবার ‍এ রেকর্ড ছোঁয়ার মন্ত্রে মাঠে নামতে চলেছেন এ সার্বিয়ান। ফাইনালে তিনি মুখোমুখি হবেন স্টিফানোস টিসিতসিপাসের।

জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছেন নোভাক জকোভিচ ও স্টিফানোস টিসিতসিপাস। পাঁচ মাসের মধ্যে আবারও এ দুই তারকা একে অপরের মোকাবিলা করবেন।

আরেক পুলে রয়েছেন বিশ্বের দুই নম্বর তারকা ও বর্তমান চ্যাম্পিয়ন ডানিল মেদভেদেভ। তার সঙ্গে এ পুলে রয়েছেন আলেক্সান্দার জেভরেভ, মাত্তেও বেরাত্তিনি ও হাবার্ট হারকাজ।

এর আগের দেখায় ফ্রেঞ্চ ওপেনের উত্তেজনাকর ফাইনালে জকোভিচ দুই সেট পিছিয়ে থেকে শেষ পর্যন্ত গ্রিক তারকা টিসিতসিপাসকে হারিয়ে দ্বিতীয়বারের মত রোলা গ্যাঁরোতে শিরোপা জয় করেছিলেন।

প্রথম খেলোয়াড় হিসেবে দুবার চার গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে জকোভিচের। ৩৪ বছর বয়সী ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পাঁচবার এটিপি ফাইনালের শিরোপা জয় করেছিলেন।

এ বিভাগের আরো খবর