জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় জয় বাগিয়ে নিয়ে সিরিজ জয়ে এক পা দিয়ে রেখেছিল টাইগ্রেসরা। শনিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নিয়েছেন সালমা খাতুনরা।
কুইন্স স্পোর্টিং ক্লাবে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে রাখে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই জাহানারার শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় রোডেশিয়ান ওপেনার শারনে মায়ার্সকে।
পরের ওভারে রানের খাতা খোলার আগেই অ্যাশলেকে ফেরান সালমা খাতুন। দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প হারিয়ে তিনি যখন সাজঘরে ফেরেন তখন দলের স্কোরবোর্ডে মাত্র ২ রান।
দ্রুত দুই উইকেট পতনের পর প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক মুসন্দা ও উইকেটরক্ষক ব্যাটার মুপাচিকওয়া। তবে তাদের জুটি ২০ রানের বেশি দূর যেতে দেননি সালমা খাতুন। মুসন্দাকে নুজহাত তাসনিয়ার তালুবন্দি করে সাজঘরে ফিরিয়ে ভাঙেন সেই জুটি।
কিন্তু উইকেটে অবিচল থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুপাচিকওয়া। সঙ্গে নেন ক্রিস্টাবেলকে। কিন্তু দলীয় ৫৬ রানে ভুল-বোঝাবুঝির শিকার হয়ে ক্রিস্টাবেল বিদায় নিলে স্বাগতিকদের শিবিরে ধস নামে।
নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ১২১ রানেই থামে জিম্বাবুয়ের রানের চাকা।
বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন রুমানা খাতুন। তিনটি নেন নাহিদা আকতার। দুটি করে উইকেট ঝুলিতে পোরেন জাহানারা আর সালমা খাতুন। আর একটি উইকেট পান ঋতু মণি।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার শামিমা ফিরলেও বাকি কাজটা হেসে-খেলেই সারেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। ৫১ ও ৫৩ রানে অপরাজিত থাকার মধ্য দিয়ে ১৫৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরি ভেড়ায় বাংলাদেশ।