বিশ্বকাপ মিশন শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরলেও ছুটি কাটাতে আরব আমিরাতে থেকে গিয়েছিলেন চার সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতে শনিবার রাতে তারা দেশে ফিরছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক অফিসার ওয়াসিম খান বিষয়টি নিউজবাংলা নিশ্চিত করেছেন।
সব কিছু ঠিক থাকলে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি ২৮ বিমানটি। বাংলাদেশ সময় পৌনে ৪টায় রওনা দেবেন রিয়াদ-মুশফিকরা।
ওয়াসিম বলেন, ‘আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে ছুটি কাটিয়ে দলে যোগ দিতে দুবাই থেকে শনিবার রাতে আসছেন মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন দাসরা। শনিবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকা পৌঁছানোর কথা তাদের।’
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সাকিব আল হাসান থাকছেন না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তিন সপ্তাহের জন্য তাঁকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।
যে কারণে আপাতত এখনই দেশে আসছেন না এই অলরাউন্ডার। বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পরদিনই সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে।
সাকিব না আসলেও এরই মধ্যে দেশে চলে এসেছেন ছুটিতে থাকা কোচিং স্টাফরা। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর দেশে চলে গিয়েছিলেন কোচিং স্টাফরা। ছুটি কাটিয়ে শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ডমিঙ্গো-ম্যাকেঞ্জিরা।
১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচের সিরিজটি।
সিরিজকে সামনে রেখে শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা পৌঁছেছেন বাবর আজমরা। ৯ ডিসেম্বর সিরিজ শেষে দেশে ফেরার কথা রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের।