টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। মঈন আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে ইয়ন মরগানের দল।
আবিধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৩৭ রানেই ১৭ বলে ১৩ করে সাজঘরে ফেরেন ওপেনার জনি বেয়ারস্টো।
দলীয় ৫৩ রানে ঈশ শোধির স্পিন ভেলকিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পরে মাঠ ছাড়তে হয় জশ বাটলারকেও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯ রান।
এরপর ডেভিড মালানকে নিয়ে কিউই বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন মঈন আলী। ৬৩ রানের জুটি গড়ার পাশাপাশি দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে।
৩০ বলে ৪১ করে মালানের বিদায়ে ভাঙে তাদের জুটি, কিন্তু উইকেট কামড়ে ধরে কিউই বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন মঈন। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
তার ৩৭ বলে ৫১ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের সামনে শেষতক ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান টিম সাউদি, অ্যাডাম মিলনে, ঈশ শোধি ও জিমই নিশাম।