বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ নভেম্বর, ২০২১ ১৮:৫৯

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল তারিকুজ্জামানের ব্যাটে ভর করে। ১৯৮৪-৮৫ মৌসুমে আবাহনী মাঠে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার তারিকুজ্জামান মুনিরের।

বুধবার দুপুর আড়াইটার দিকে মৃত্যু হয় ৬০ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারের।

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল তারিকুজ্জামানের ব্যাটে ভর করে। ১৯৮৪-৮৫ মৌসুমে আবাহনী মাঠে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এশিয়াটেক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে কাজ করেছেন মুনির।

তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন; দীর্ঘদিন কাজ করেছেন লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে।

ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন মুনির।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াবসহ বিভিন্ন সংগঠন।

এ বিভাগের আরো খবর