বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তামিম ভাই সব সময় অনুপ্রেরণা দেন’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ নভেম্বর, ২০২১ ১৬:০০

মঙ্গলবার শেরে বাংলায় হাজির হন তামিম ইকবাল। সে সময় অনুশীলন করছিলেন তরুণ ব্যাটাররা। তামিমকে দেখে তার থেকে টিপস নেয়ার সুযোগ হাতছাড়া করেননি কেউই।

বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের কাছে সাকিব-তামিম-মুশফিকরা বরাবরই অনুপ্রেরণার উৎস। তরুণরা মুখিয়ে থাকেন সেরাদের কাছ থেকে শেখার জন্য। তেমনই এক সুযোগ পান পাকিস্তান সিরিজের জন্য ক্যাম্পে ডাক পাওয়া তরুণ ক্রিকেটাররা।

মঙ্গলবার শেরে বাংলায় হাজির হন তামিম ইকবাল। সে সময় অনুশীলন করছিলেন তরুণ ব্যাটাররা। তামিমকে দেখে তার থেকে টিপস নেয়ার সুযোগ হাতছাড়া করেননি কেউই।

তাদের মধ্যে অন্যতম টপ অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। অনুশীলন শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

তামিমের থেকে নেয়া অভিজ্ঞতার কথা জানতে চাইলে হৃদয় বলেন, ‘তামিম ভাই আমাদের সব সময় অনুপ্রেরণা দেন। তার থেকে সব সময় আমরা ভালো কথা শুনি। কীভাবে আমরা ভালো করব, পরবর্তী পর্যায়ে কোন বিষয়গুলো মোকাবিলা করতে হতে পারে এগুলো নিয়ে কথা হয়েছে। আমরা চাই এমন কিছু সব সময় আসুক।’

একই সঙ্গে যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা কাজে লাগিয়ে মূল বিশ্বকাপটাও জিততে চান হৃদয়।

তিনি বলেন, ‘আমরা যতদিন ক্রিকেট খেলব, ততদিন এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। একটা বিশ্বকাপ জয় হয়েছে। প্রতিটা খেলোয়াড়ের আত্মবিশ্বাস আছে যে বড়দের বিশ্বকাপ জিততে সক্ষম হব।’

১৯ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সেই সিরিজে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান ফেভারিট হলেও নিজেদের পিছিয়ে রাখছেন না ডানহাতি এই ব্যাটার। নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চান তিনি।

হৃদয় বলেন, ‘ঘরের মাঠে অবশ্যই আমরা ভালো দল। অত সহজে আমরা হার মানব না। আমাদের কঠিন সময় যাচ্ছে। যদি আমাদের সেরাটা দিতে পারি, সবাই সবার জায়গা থেকে ভালো কিছু দিতে পারি, তাহলে ভালো ফল আসবে।’

১৬ নভেম্বর বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১৯ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ২০ ও ২২ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ বিভাগের আরো খবর