বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নামিবিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপকে বিদায় জানাল ভারত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২১ ২৩:২৭

নামিবিয়ার দেয়া ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৯ উইকেট অক্ষত রেখে জয় পায় ভারত। জয় পেলেও গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপকে বিদায় জানায় ভিরাট কোহলির দল।

আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারত তাহলে হয়তো নামিবিয়ার বিপক্ষে ভারতের জয়টা অন্য রকম গুরুত্ব বহন করত।কিন্তু রোববার ব্ল্যাক ক্যাপদের জয়ে কপাল পুড়েছে তাদের। যার ফলে নামিবিয়ার বিপক্ষে কোহলিদের মাঠে নামাটা ছিল কেবল আনুষ্ঠানিকতা।

আনুষ্ঠানিকতার সেই ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

নামিবিয়ার দেয়া ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৯ উইকেট অক্ষত রেখে জয় পায় ভারত। জয় পেলেও গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপকে বিদায় জানায় ভিরাট কোহলির দল।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে ভর করে জয়ের ভিত গড়ে নেয় ভারত। ৩৭ বলে ৫৬ করা রোহিত ইয়ান ফ্রাইলিঙ্কের শিকার হয়ে ফিরলে ভাঙে তাদের ৮৯ রানের জুটি।

এরপর সুরিয়াকুমার ইয়াদভকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রাহুল। সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে ভারত।

এর আগে দুবাইয়ে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল নামিবিয়ার। এরপর ৪৭ রানে চার উইকেট হারিয়ে বসে তারা।

এরপর কোনো মতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডেভিড ভিসে। তাকে থামতে হয় ব্যক্তিগত ২৬ রানে।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন স্টেফান বার্ড। মাইকেল ফন লিঙ্গেন করেন ১৪। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রভিন্দ্র জাদেজা ও রভিচন্দ্রন আশউইন। পাশাপাশি দুটি উইকেট ঝুলিতে পুরেছেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচ সেরা হন জাডেজা।

এ জয়ে ভিরাট কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ও শাস্ত্রীর ভারতের কোচিং অধ্যায় শেষ হলো। বিশ্বকাপের পর নিজের ঘরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত।

সিরিজে দলের হেড কোচের ভূমিকায় থাকবেন রাহুল দ্রাবিড়। টেস্টে কোহলি অধিনায়ক থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড সাদা বলের নতুন অধিনায়ক বেছে নেবে।

এ বিভাগের আরো খবর