বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোচ চাভির আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২১ ২০:৫২

সোমবার কাম্প ন্যুয়ে কয়েক হাজার দর্শকের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাভি এর্নান্দেস চুক্তিবদ্ধ হলেন বার্সার সঙ্গে। এটি কোচিং ক্যারিয়ারে তার দ্বিতীয় ক্লাব।

সিদ্ধান্তটা এসেছিল ৫ নভেম্বর। বার্সেলোনার কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক তারকা ফুটবলার চাভি এর্নান্দেস। সেই থেকেই শুরু জল্পনা কল্পনার।

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বার্সার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন সাবেক এই বার্সা তারকা।

সোমবার ন্যু ক্যাম্পে কয়েক হাজার দর্শকের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাভি চুক্তিবদ্ধ হলেন বার্সার সঙ্গে। এটি কোচিং ক্যারিয়ারে তার দ্বিতীয় ক্লাব।

২০১৯ সালে কোচিংয়ে নাম লেখানো চাভি তার ক্যারিয়ার শুরু করেন কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে। আল সাদের সঙ্গে চুক্তি শেষ করে তিনি ফিরে এসেছেন আবার বার্সেলোনায়, কোচ হিসেবে।

কিছুদিন আগেই একের পর এক হার ও দলবদলে ব্যর্থতার খেসারত দিয়ে সরে যেতে হয়েছে কোচ রোনাল্ড কুমানকে। তখন থেকেই বার্সা চেষ্টা শুরু করে চাভিকে কোচের পদে বসানোর।

কুমানের আগে কিকে সেতিয়েন যখন বার্সার কোচের পদ থেকে বরখাস্ত হন তখন চাভিকে ক্লাবে আনতে জোর চেষ্টা করা হয়। পরে দায়িত্ব দেয়া হয় রোনাল্ড কুমানকে।

কুমান যোগ দেয়ার আগে কিকে সেতিয়ান বরখাস্ত হওয়ার পর ২০২০ সালে বার্সেলোনা চাভির সঙ্গে যোগাযোগ করেছিল। তখন রাজি হননি এ মিডফিল্ডার।

তবে গত দুই সপ্তাহজুড়ে বার্সেলোনার ম্যানেজমেন্টের সঙ্গে সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও আলোচনা সেরে নিয়েছেন চাভি। আর সোমবার আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন বার্সার দায়িত্বভার।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, চাভির সাবেক সতীর্থ ও বার্সেলোনার আরেক কিংবদন্তি অধিনায়ক কার্লেস পুয়োলও ফিরছেন চাভির সঙ্গে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদে।

এ বিভাগের আরো খবর