আফগানিস্তানকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের পর ব্ল্যাক ক্যাপসরা শেষ চারের টিকিট নিশ্চিত করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। তাই ভারত-নামিবিয়া ম্যাচটিতে জয়-পরাজয় সেমিতে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব রাখছে না।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ভারতের জন্য নিয়ম রক্ষার হলেও এ ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক ভিরাট কোহলি যুগের সমাপ্তি হতে চলেছে। অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে চলেছেন কোহলি।
আর ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিতে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাওয়া ভারত চাইবে শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে। অন্যদিকে নামিবিয়ার কাছে এ ম্যাচ থেকে যদি নেয়ার কিছু থাকে, তা হলো অভিজ্ঞতা। স্বপ্নের বিশ্বকাপ গেছে তাদের। প্রথমবারই সুপার টুয়েলভ খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাদের। বড় বড় প্রতিপক্ষের সঙ্গে তাদের নিজেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার মানসিকতা মুগ্ধ করেছে ক্রিকেটভক্তদের।
টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার নামিবিয়ার বিপক্ষে খেলছে ভারত। এর আগে ওয়ানডে ফরম্যাটে ২০০৩ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দলের।