ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ শেষ করায় লাভ হলো বাংলাদেশের। আইসিসির নিয়ম অনুযায়ী শীর্ষ ৮ র্যাঙ্কিংয়ে থেকে সামনের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে বাংলাদেশ।২০২৩ সালের ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আইসিসি আগেই জানিয়েছিল, এবার সুপার টুয়েলভে ওঠা শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করবে।
উইন্ডিজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারায় বাংলাদেশ থেকে গেছে র্যাংকিংয়ের শীর্ষ আটে। ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শুরু করা টাইগাররা বর্তমানে ২৩২ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের আটে অবস্থান করছে। ভগ্নাংশে পিছিয়ে শ্রীলঙ্কা আছে ৯-এ।
অজিদের কাছে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সামনের বছরের আসরে বাছাইপর্বে খেলতে হবে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও পেরোতে হবে বাছাইপর্ব।
বাংলাদেশ ছাড়াও ২০২৩ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করেছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
এবারই প্রথম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পেল।