বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়ার্নার-মার্শ ঝড়ে উড়ে গেল উইন্ডিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ নভেম্বর, ২০২১ ১৯:৪১

ক্যারিবীয়দের বিপক্ষে ২২ বল হাতে রেখে আট উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল অজিরা।

আবুধাবিতে ক্যারিবীয়দের বিপক্ষে ২২ বল হাতে রেখে আট উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ক্যারিবীয়ানদের ব্যাটিংয়ে পাঠায় অ্যারন ফিঞ্চের দল।

ব্যাটিংয়ে নেমে ১৫ রানে ফেরেন ইউনিভার্স বস ক্রিস গেইল। আর এভন লুইস ফেরেন ২৯ রান করে।

দ্রুত নিকোলাস পুরান ও রস্টন চেসের আউট হওয়ার পর বিপর্যয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে টিকিয়ে রাখেন শিমরন হেটমেয়ার ও কাইরন পোলার্ড।অধিনায়ক পোলার্ডের ঝড়ো ৪৪ ও হেটমেয়ারের ২৭ রানের পর ১০ রান করে ফেরেন ডোয়েইন ব্রাভো। শেষে সাত বলে আন্ড্রে রাসেলের ১৮ রানের সুবাদে ১৫৭ রানের দলীয় সংগ্রহ তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ নয় রানে বিদায় নেয়ার পর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের অনবদ্য জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। একাই ৫৬ বলে ৮৯ রান উপহার দেন ওয়ার্নার।

অন্যপ্রান্তে নিজের পঞ্চম ফিফটি আদায় করে নেন মার্শ। ৩২ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। ২২ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এ জয়ে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে সেমিতে ওঠার আশা টিকে থাকল অস্ট্রেলিয়ার। গ্রুপে বাকি আছে একটি ম্যাচ। সাউথ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচে নির্ধারণ হবে এই গ্রুপ থেকে ইংল্যান্ডের পর কে যাচ্ছে সেমিতে।

এ বিভাগের আরো খবর