চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে এখনও পর্যন্ত সবগুলি ম্যাচই জিতেছে পাকিস্তান। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দারুণ খেলে টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
তবে দলের এই ধারাবাহিকতায় উচ্ছ্বাসের পাশাপাশি খানিকটা চিন্তিতও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আক্তার। তার মতে, যেকোনো মুহূর্তে দলের খারাপ সময় আসতে পারে। এমন পরিস্থিতি আসার আগেই সতর্ক হওয়া দরকার।
শোয়েব আখতার মনে করিয়ে দেন সেই ১৯৯৯ সালের বিশ্বকাপের কথা। ওই আসরজুড়ে ভালো খেলা পাকিস্তান দল ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে এগুচ্ছে পাকিস্তান। টানা ৪ ম্যাচে দাপুটে জয়। তবে ১৯৯৯ সালের পুনরাবৃত্তি যাতে না ঘটে দলকে সে ব্যাপারে সতর্ক থাকতে বললেন শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেইসার বলেন, ‘এই বিশ্বকাপ আমরা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। ১৯৯৯ বিশ্বকাপের মতো দুর্ভাগ্যজনক সময় যেন আর কোনোদিন দলের জন্য না আসে। জয়ের কোনো বিকল্প দেখছি না।’
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান টুর্নামেন্টের প্রথম থেকেই দারুণ খেলছে। আসরে এখন পর্যন্ত হার দেখেনি দলটি।
ব্যাটাররা যেমন ছন্দে আছেন, ঠিক তেমনি বোলাররাও পাচ্ছেন সঠিক লাইন-লেংথ। সব মিলিয়ে চমৎকার সময় পার করছে বাবর আজমের দল।
এবারের বিশ্বকাপে নিজ দেশ নিয়ে একটু বেশিই আশাবাদী শোয়েব। বলেন, ‘আমি মনে করি দলটি সঠিক পথে এগোচ্ছে। পাকিস্তানের ফাইনালে অপরাজিত থাকা উচিত। আমি মনে করি, পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ তুলে নেয়ার বেশি সুযোগ রয়েছে। এই বিশ্বকাপ পাকিস্তানের জেতা উচিত।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে পাকিস্তান। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় ৫ উইকেটে। আফগানিস্তান ও নামিবিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে দলটি।
নিজেদের সুপার টুয়েলভের শেষ ম্যাচে রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।