বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সেলোনাতে ফিরলেন চাভি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ নভেম্বর, ২০২১ ১৭:৩৪

আল সাদ এক টুইট বার্তায় নিশ্চিত করেছে চাভি ক্লাব ছাড়ছেন। তারা জানিয়েছে বার্সেলোনা চাভির রিলিজ ক্লজ চুকিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তবে রিলিজ ক্লজের পরিমাণ কত তারা সেটা প্রকাশ করেনি।

নতুন মৌসুমে টালমাটাল অবস্থা দিয়ে যাচ্ছে বার্সেলোনা। একের পর এক হার ও দলবদলে ব্যর্থতার খেসারত দিয়ে সরে যেতে হয়েছে কোচ রোনাল্ড কুমানকে। তার জায়গায় ক্লাবের সাবেক অধিনায়ক চাভি এরনান্দেসকে দায়িত্বে চেয়েছিল বার্সেলোনা।

অবশেষে তাদের ইচ্ছা পূরণ হয়েছে। চাভির বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আল সাদও এক বিবৃতিতে জানিয়েছে তারা চাভিকে ছেড়ে দিয়েছে। এতে করে বার্সেলোনায় ফিরতে তার আর কোনো বাধা থাকল না।

আল সাদ এক টুইট বার্তায় নিশ্চিত করেছে চাভি ক্লাব ছাড়ছেন। শুক্রবার বিকেলে তারা জানিয়েছে বার্সেলোনা চাভির রিলিজ ক্লজ চুকিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তবে রিলিজ ক্লজের পরিমাণ কত তারা সেটা প্রকাশ করেনি।

আল সাদ আরও জানায়, চাভি কিছুদিন আগে আমাদের জানান যে, যেহেতু বার্সেলোনা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তিনি সেখানে ফিরতে চান। আমরা তার দাবি বুঝতে পেরেছি ও তার পথে বাধা দিতে চাচ্ছি না।

২০১৯ সালে কাতারের দল আল সাদ এসসির প্রধান কোচের দায়িত্ব নেন চাভি। কুমানের আগে কিকে সেতিয়েন যখন বার্সার কোচের পদ থেকে বরখাস্ত হন তখন চাভিকে ক্লাবে আনতে জোর চেষ্টা করা হয়। পরে দায়িত্ব দেয়া হয় রোনাল্ড কুমানকে।

কুমান যোগ দেয়ার আগে কিকে সেতিয়ান বরখাস্ত হওয়ার পর ২০২০ সালে বার্সেলোনা চাভির সঙ্গে যোগাযোগ করেছিল। তখন রাজি হননি এ মিডফিল্ডার।

এবার ক্লাবের বিপর্যয়ের সময় কাতালুনিয়ায় ফিরতে চাচ্ছেন ৪১ বছর বয়সী এ সাবেক মিডফিল্ডার। গত দুই সপ্তাহজুড়ে বার্সেলোনার ম্যানেজমেন্টের সঙ্গে সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও আলোচনা সেরে নিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, চাভির সাবেক সতীর্থ ও বার্সেলোনার আরেক কিংবদন্তি অধিনায়ক কার্লেস পুয়োলও ফিরছেন চাভির সঙ্গে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদে।

এ বিভাগের আরো খবর